ঈদে মিলাদুন্নবী: মহামানবের জন্ম ও মৃত্যু দিবস

Spread the love

সৈয়দ জুয়েল: প্রায় ১৪০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আউয়ালে শেষ ও শ্রেষ্ঠ নবী হযরত মুহান্মদ (সঃ)মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহন করেন। মাত্র ৬৩ বছরের এই দিনেই পৃথিবী থেকে মহান আল্লাহ তা’আলার সান্নিধ্য লাভে ইহজগত ত্যাগ করেন। আল্লাহ তা’আলা তার এই বন্ধুকে জীবিত থাকতেই মিরাজে জান্নাত,জাহান্নাম দেখিয়েছিলেন। মাত্র ৬৩ বছরের জীবনে তার মৃত্যু হলেও ধর্ম পালনে দিয়ে গেছেন পরিপূর্ন এক সঠিক পথ।

উন্মতের জন্য বিদায় হজ্বে তার বানীই যার প্রমান। সততা,আর মানবিক গুনাবলীর জন্য ইহুদী,নাসারা পর্যন্তও তাকে আল-আমিন বা বিশ্বাসী বলে ডাকতো। আজ বিশ্ব নবীর এ জন্ম ও মৃত্যু দিনে সকল ধর্মপ্রান মুসল্লীরা দোয়া দরুদ পরে পৃথিবীর মানবজাতির মঙ্গল কামনার প্রার্থনায় মশগুল থাকবেন।

নবী হযরত মুহান্মদ( সাঃ) এর আদর্শিক জীবনের গুনাবলী দিয়ে যেরকম নিজ ধর্ম বা অন্য ধর্মের মানুষদেরও যেভাবে ভালবাসার বন্ধনে আবদ্ধ করেছেন, হিংসা, বিদ্বেষ জলাঞ্জলি দিয়ে সেভাবে তার অনুসারীরাও ভালবাসার আলো ছড়াবে পুরো মানবজাতির উপর। ঈদে মিলাদুন্নবীতে এটাই হোক বিশ্ব মুসলিমের ব্রত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *