পাহাড়ে আদিবাসীদের ভুমি দখল, প্রতিবাদে বরিশালে মানববন্ধন

Spread the love

নাগরিক রিপোর্ট: বান্দরবনে চিম্বুক পাহাড়ের আধিবাসীদের ভূমি দখল করে সিকদার গ্রæপের হোটেল ও পর্যটন স্থপনা নির্মাণের প্রতিবাদ এবং উন্নয়নের নামে আদিবাসীদের জীবন ধ্বংশ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার নগরীর সদর রোডে এ কর্মসূচী পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।


সংগঠনের বরিশাল জেলা সভাপতি সাগর দাশ আকাশের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাসদ বরিশাল সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, কেন্দ্রীয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা আল কাদেরী জয়, বিধান সিকদার, সুজন সিকদার ও সাইফুল ইসলাম প্রমুখ।


বক্তরা বলেন পাহাড়ী অঞ্চলের দীর্ঘদিনের বাসিন্দা আদিবাসীদের জমি দখল করার মাধ্যমে তাদের উৎখাত করা চলবে না। আদিবাসীদের দখল করা জমি তাদের ফিরিয়ে দেয়ার দাবী জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *