পটুয়াখালীতে উপজেলা পরিষদ সমিতির মতবিনিময় সভা

Spread the love

পটুয়াখালী প্রতিনিধি: সংবিধানের নির্দেশনা ও আইনের আলোকে নির্বাচিত উপজেলা পরিষদ কেন কার্যকর নয় ? এই প্রশ্ন রেখে আইন বহির্ভূত ইনডেমনিটির ন্যায় জারীকৃত পরিপত্র সমূহ অবিলম্বে সংশোধন করা হোকসহ পাঁচ দফা দাবীতে জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিশিস্জনদের সাথে মতবিনিময় করেছে পটুয়াখালী জেলা উপজেলা পরিষদ এসোসিয়েসন ব্যানারে জেলার ৮টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ।

গতকাল ১৭ জানুয়ারী রবিবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাব ভবনের ড.আত্হার উদ্দিন মিলনায়তনে পটুয়াখালী জেলা উপজেলা পরিষদ এসোসিয়েসনের সভাপতি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এড.গোলাম সরোয়ার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েসনের সভাপতি দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাধারন সম্পাদক এড. হারুন অর রশিদ হাওলাদার।

সভায় বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েসনের পাঁচ দফা দাবী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের ৬ জানুয়ারী ঘোষিত পরিপত্র পাঠ করেন সভার সভাপতি জেলা উপজেলা পরিষদ এসোসিয়েসনের সভাপতি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এড.গোলাম সরোয়ার। বক্তব্য রাখেন বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েসনের সহ-সভাপতি দশমিনা উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, জেলা কমিটির সাধারন সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বক্র সিদ্দিকী,

কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাকিবুল হাসান, বাউফল উপজেলা চেয়ারম্যান আঃ মোতালেব হাওলাদার, রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান ডাঃ জহিরুল উদ্দিন আহমেদ, পটুয়াখালী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি স্বপন ব্যানার্জী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারন সম্পাদক জালাল আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *