পটুয়াখালীতে ঘর পাচ্ছেন দুই হাজার অধিক গৃহহীন

Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না এই শ্লোগান নিয়ে
পটুয়াখালীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় ২,১৩১ ভূমহীন গৃহহীন ঘর ও জমি পেতে যাচ্ছেন।

২১ জানুয়ারী বৃহষ্পতিবার বেলা ১২ টায় জেলা প্রশাসক দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হুমায়ুন কবির এর সভাপতিত্বে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান বিষয়ক প্রেসব্রিফিং সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান।

জেলা প্রশাসনের আয়োজনে প্রেসব্রিফিং সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইসরাত জাহান, সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী। এ
ছাড়াও বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সহ-সভাপতি এ্যাডঃ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ, সাবেক সভাপতি জাকির হোসেন, ট্রেজারার আবুল
হোসেন তালুকদার, সাংবাদিক মুজাহিদুল ইসলাম প্রিন্স,জাকির মাহমুদ সেলিম প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি,এনডিসি, সহকারী কমিশনারবৃন্দ,পটুয়াখালী
প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেসব্রিফিং সূত্রে জানাগেছে, জেলার ৮ টি উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে দুই পর্যায় সরকার ২,১৩১ টি ঘর বরাদ্দ প্রদান করেন। ১ম পর্যায়ে ১,৩৩৮ টি, ২য় পর্যায়ে ৭৯৩ টি ঘর বরাদ্দ প্রদান করেন। যার প্রতিটি ঘরের মূল্য ১,৭১,০০০ টাকা। মোট বরাদ্দ ৩৬কোটি ,৪৪ লাখ ,১০০০ টাকা।

আগামী ২৩ জানুয়ারী সকাল ১০ টায় ভিডিও ভার্সুয়াল এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী জেলায় ২,১৩১ টি ঘরের মধ্যে ৭২৯ টি ঘর উদ্বোধন করবেন। এর মধ্যে সদর উপজেলায় ৫০ টি, মির্জাগঞ্জে ৩২ টি,দুমকিতে ১৯৫ টি, বাউফলে ১০ টি, দশমিনায় ৪৭ টি, গলাচিপায় ১০ টি কলাপাড়ায় ২৩৫ টি এবং রাঙ্গাবালীতে ১৫০ টি। প্রতিটি বাড়ি দৃষ্টি নন্দন ডিজাইনে
উন্নতমানের সরঞ্জামে তৈরি। সেমিপাকা প্রতিটি গৃহ ০২টি বেডরুম, ০১টি বাথরুম এবং বারান্দাসমূহ। ঘরের উপরে রয়েছে উন্নতমানের রঙ্গিন টিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *