বাউফলে ১০ মন ইলিশের পোনা জব্দ

Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফলের কালাইয়া বন্দরের লঞ্চঘাট পন্টুন থেকে ১০মন ইলিশের পোনা জব্দ (চাপিলা) করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের সহোযোগিতায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ অহেদুজ্জামান অভিযান চালিয়ে ওই ইলিশের পোনা জব্দ করেন।

স্থানীয় কয়েকজন মৎস্য ব্যাবসায়ী জানান, ঢাকায় চালানের উদ্দেশ্যে পাশের ভোলা জেলার লালমোহন এলাকার ইউসুফ নবী ও জামাল মেম্বরের মাছের ট্রলারযোগে ৯টি ডোলভর্তি অর্ধলাখ টাকা মুল্যের ওই ইলিশের পোনা (চাপিলা) মাছগুলো নিয়ে আসা হয়। প্রশাসনের লোকজনের উপস্থিতি টের পেয়ে ডোলভর্তি মাছগুলো পন্টুনে ফেলে ট্রলার নিয়ে সটকে পড়েন জড়িতরা।

বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ অহেদুজ্জামান জানান, মাছগুলো উপজেলা পরিষদ চত্বরে নিয়ে এতিমখানা, লিল্লাবোডিং ও দঃুস্থদের মাঝে বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *