‘পাপুলের দায় বিএনপিকে নিতে হবে’

Spread the love

নাগরিক ডেস্ক:
এমপি পাপুল আওয়ামী লীগ কিংবা সরকার দলীয় এমপি নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি এমপি হয়েছেন। তিনি যে দুর্নীতি করে প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছেন তা বিএনপি সরকারের আমলেই হয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এসব অর্থ আয় করেননি। সে কারণে এর দায়ভার বিএনপিকেই নিতে হবে।’ আজ শনিবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে সংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নির্বাচন নিয়ে হানিফ বলেন, ‘বিএনপি নির্বাচন নিয়ে নানা রকম অসত্য বানোয়াট কথা বলে যাচ্ছে। মূলত, প্রহসনের নির্বাচন বিএনপির আমলেই হয়েছে। নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য পরিকল্পিতভাবে নির্বাচন নিয়ে প্রহসন করে যাচ্ছে বিএনপি। তারা নির্বাচনে প্রার্থী দেন। অথচ কেন্দ্রে কোন এজেন্ট দেন না, তারা ভোট দিতেও আসেন না। এর মাধ্যমে তারা নির্বাচন কমিশন এবং নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত করতে চান। ’

অপর এক প্রশ্নের জবাবে মাহবুবউল আলম হানিফ বলেন, ‘পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি। এ সেতু নিয়ে যে দুর্নীতির অভিযোগ করা হয়েছিল, তা ছিল কাল্পনিক। কানাডার আদালতে প্রমাণিত হয়েছে যে, অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন। এর পিছনে যে বিএনপির মদদ ছিল সেটা দলটির নেতাদের কথা ও আচরণে আজ প্রমাণিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *