নারী মুক্তিযোদ্ধা বীরঙ্গনাকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন

Spread the love

পটুয়াখালী প্রতিনিধি: স্বাধীন বাংলাদেশে এই প্রথম নারী মুক্তিযোদ্ধা বীরঙ্গনাকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো।

মঙ্গলবার বাদ আছর জেলার সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের পুকুরজনা গ্রামে নারী মুক্তিযোদ্ধা বীরঙ্গনা মনোয়ারা বেগম(৬৫) কে রাস্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতী নারী মুক্তিযোদ্ধা বীরঙ্গনা মনোয়ারা বেগম এর কফিনে জাতীয় পতাকা এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং রাস্ট্রীয় সম্মান প্রদর্শন (গার্ডা অব অনার) শেষে তাকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি ও সদর উপজেলা সংসদের সাবেক উপজেলা কমান্ডার সিরাজুল আলম মোল্লা, মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ, সদর থানার ওসি (অপরেশন), বীরঙ্গনার সন্তান হাবিবুর রহমান, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, ইলিয়াস, রুহুল আমিন ও আবু তালেবসহ স্থানীয় বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে সদর উপজেলঅ নির্বাহী অফিসার নারী মুক্তিযোদ্ধা বীরঙ্গনা মনোয়ারা বেগম এর দাফন কার্যক্রমের জন্য মরহুমার বড় সন্তানের হাতে পাঁচ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *