পূর্ণ পয়েন্ট টেস্টেও চায় বাংলাদেশ

Spread the love

নাগরিক ডেস্ক: দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডেতে সফরকারীদের হোয়াইটওয়াশ করলেও টেস্টে ‘দুর্বল’ বাংলাদেশের জন্য এ সিরিজ অগ্নিপরীক্ষা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

নয় দলের টেস্ট চ্যাম্পিয়নশিপে একদম তলানিতে অবস্থান বাংলাদেশের। তিন ম্যাচে এখনো জয়ের দেখা পায়নি টাইগাররা। নামের পাশে যোগ হয়নি কোনো পয়েন্ট। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচ সিরিজে দুটো টেস্টই জিততে চান তিনি। পূর্ণ ১২০ পয়েন্টে পেতে চায় মুমিনুল।

টেস্টের আগে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে অধিনায়ক তামিম ইকবালের দল। সুপার লিগের লড়াইয়ে পূর্ণ ৩০ পয়েন্ট তুলে নিয়েছে টাইগাররা। টেস্ট সিরিজে বাংলাদেশ দলের ভাবনা কি? ১২০ পয়েন্টের পুরোটা দখলে নিতে পারবে স্বাগতিকরা?

ভার্চুয়াল প্রেস কনফারেন্সে মুমিনুলের জবাব, ‘দেখেন আমরা যখন খেলা শুরু করি, মাঠে নামি, জেতার জন্যই নামি। ওভাবেই আমরা প্রস্তুতি নিই। ওভাবেই আমাদের আশা থাকে। যে দলের সঙ্গেই বলেন, ওয়েস্ট ইন্ডিজ বা বিশ্বের এক নম্বর টেস্ট দলের কথা বলেন, যদি ফলাফল ১-০ বা ১-১ হয়, এটি আসলে কখনোই গ্রহণযোগ্য হয় না বিশ্বের যেকোনো দলের সঙ্গেই। আমরা যখনই খেলি, জেতার জন্যই খেলি।’

সিরিজ জয়ের ব্যাপারে মুমিনুল বলেন, ‘আপনি যদি ওভাবে চিন্তা করেন যে ওয়েস্ট ইন্ডিজ হোক আর এক নম্বর দল হোক, ফলাফল যে ১-০ হবে বা ২-০ হবে, এভাবে আসলে বলা যায় না। আমি যেখানেই খেলি, সিরিজ জেতার জন্য খেলি, ম্যাচ জেতার জন্য খেলি। আর ম্যাচে প্রতি সেশন ধরে ধরে খেলার চেষ্টা করি

তবে এতটা সহজ হবে না বাংলাদেশের জন্য। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ দুর্বল দল নিয়ে খেললেও টেস্টে যোগ হয়েছে নতুন কয়েকটি নাম। ফলে ওয়েস্ট ইন্ডিজও আগের চেয়ে শক্তিশালী। কাল ওপেনিং এ তামিমের সঙ্গী হতে পারেন সাদমান ইসলাম। তিনে শান্ত আর চারে মুমিনুলের খেলার সম্ভবনাও প্রবল। এরপর সাকিব, মুশফিক, লিটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *