‌’ক্রাশ খেলে আমার সমস্যা নেই’

Spread the love

নাগরিক ডেস্ক:
দিলারা হানিফ রীতা। চলচ্চিত্র জগতে পূর্ণিমা নামে তিনি পরিচিত ও জনপ্রিয়। এই জগতে পথচলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে। তখন তিনি নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

এছাড়া কাজী হায়াৎ পরিচালিত ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

সুন্দর চেহারার অধিকারিণী এই অভিনেত্রী অভিনয়ের সঙ্গে নিজের অসাধারণ শারীরিক সৌন্দর্য্যে সবার মন জয় করে নেন। ২০০৩ সালে মুক্তি পায় তার সব থেকে সফল ছবি মতিউর রহমান পানু পরিচালিত ‘মনের মাঝে তুমি’। এটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের সব থেকে সফল ছবির মধ্যে অন্যতম।

সোস্যাল মিডিয়াতে দেখা যায় ছবিতে ভক্তদের ক্রাশ শব্দটি ব্যবহার করতে। এ প্রসঙ্গে
পূর্ণিমা বলেন, গত কয়েক বছর এটা শুনছি। এখন নতুন নতুন ওয়ার্ড মানুষ তৈরি করছে। ক্রাশ খাচ্ছে তারা ক্রাশ খেলে আমার তো কোনো সমস্যা নেই (হেসে বললেন)। আজকে আমি ক্রাশ আছি কালকে আরেকজন ক্রাশ হবে। ক্ষনে ক্ষনে চেঞ্জ হবে। এটা আসলে সিচুয়েশানে তৈরি হয়। আলহামদুলিল্লাহ এটা সবার ভালোবাসা সবাই পছন্দ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *