পটুয়াখালীতে মেয়র কাপ ক্রিকেট টুর্ণামেন্টের লোগো উন্মোচন

Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে মুজিববর্ষে মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২১ এর লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত।


শুক্রবার দুপুর ১২ টায় পটুয়াখালী পৌরসভার পৌর কনফারেন্স হলে মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২১ পরিচালনা কমিটির আহবায়ক পৌর কাউন্সিলর কাজল বরন দাসের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের লোগো উন্মোচন করেন টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন আরজু, সচিব মোঃ মাসুম বিল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইউনুচসহ অন্যান্য কর্মকর্তা ও কাউন্সিলরবৃন্দ।

লোগো উন্মোচন পূর্ব সাংবাদিক সম্মেলনে মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২১ আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরেন মেয়র মহিউদ্দিন আহম্মেদ। তিনি মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২১ সফল করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সহ-সভাপতি সোহরাব হোসেন, সাধারন সম্পাদক জালাল আহমেদ, সাবেক সভাপতি জাকির হোসেন,

সাবেক সাধারন সম্পাদক মুফতী সালাউদ্দিন, সাবেক সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়, অর্থ বিষয়ক সম্পাদক আবুল হোসেন তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম নান্নু, সাবেক অর্থ সম্পাদক আব্দুস সালাম আরিফ, সদস্য বিলাস দাস, জাহাঙ্গীর হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ।

পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ এর প্রধান পৃষ্ঠ পোষকতায় দেশের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহনকারী প্রথম শ্রেনীর ১৬ টি দল নিয়ে ১৩ ফেব্রæয়ারী শনিবার সকাল ১০ টায় পটুয়াখালী কাজী আবুল কাশেম স্টেডিয়ামে প্রধান অতিথি পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী মেয়র কাপ টি- টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট -২০২১উদ্বোধন করবেন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড গোলাম সরোয়ার। সভাপতিত্ব করবেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ।

অংশগ্রহন কারী দলের মধ্যে রয়েছে- ক বিভাগে – আঃ হাদি রতন স্মৃতি ক্রিকেট একাডেমী ঢাকা, ফেয়ার প্লে ক্রিকেট একাডেমী ভোলা, ট্যালপন্ট হান্ট ক্রিকেট একাডেমী বরিশাল ও প্রজন্ম আহসান হাবিব খান চরপারা, পটুয়াখালী। খ বিভাগে- সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী নারায়নগঞ্জ, বেসিক ক্রিকেট একাডেমী বরিশাল, পটুয়াখালী ক্রিকেট একাডেমী পটুয়াখালী ও পল্টু স্মৃতি সংসদ সেন্ট্রারপাড়া পটুয়াখালী, গ বিভাগে – ঢাকা ক্রিকেট একাডেমী ঢাকা, দুরান্ত বরিশাল, বাকেরগঞ্জ ক্রিকেট একাডেমী ও জাহিদ হোসপন বাচ্চু তালুকদার স্মৃতি সংসদ পটুয়াখালী। ঘ বিভাগে- ইষ্টার্ন ক্রিকেট একাডেমী ঢাকা, মির্জাগঞ্জ সুপার ফাইটার্স, সুপারসনিক ইয়ং স্টার বরিশাল ও স্বাধীন স্পোটিং ক্লাব পটুয়াখালী।

উদ্বোধনী দিনে প্রজন্ম আহসান হাবিব খান বনাম ফেয়ার প্লে ক্রিকেট একাডেমীর মধ্যে লড়াই হবে। উক্ত টুর্ণামেন্টের প্রথম রাউন্ড ১৩ ফেব্রয়ারী হতে ২৮ ফেব্রয়ারী, কোয়াটার ফাইনাল ২ মার্চ হতে ৩ মার্চ, সেমিফাইনাল ৫ মার্চ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ০৭ মার্চ। এর আগে সকাল ১০টায় পৌরসভা প্রাঙ্গন থেকে শহরে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *