অনির্দিষ্টকাল হতে পারে করোনার রাজত্ব

Spread the love

নাগরিক ডেস্ক : করোনাভাইরাস সংক্রামন গত এক মাসে বিশ্বজুরে প্রায় অর্ধেকে নেমে এসেছে। অনেক দেশেই টিকাকরণ শুরু হয়েছে। তবে ভ্যাকসিন এলেও বলা যাচ্ছে না করোনা কবে নাগাদ নিশ্চিহ্ন হবে!

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর রোগ নিয়ন্ত্রক পরিষদ এমনই আশঙ্কা প্রকাশ করেছে। সংস্থাটি বলছে, বরং অনির্দিষ্টকাল পর্যন্ত পৃথিবীর বুকে রাজত্ব করতে পারে এই মহামারী।
ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি)-এর প্রধান অ্যান্ড্রিয়া অ্যামন জানিয়েছেন, ভ্যাকসিন এসে গেছে বলে হালকাভাবে দেখা যাবে না করোনাকে। এটা স্পষ্ট হয়েছে, ভাইরাসটি খুব সহজে নিজেদের মধ্যে বদল ঘটাতে পারে।

তিনি আরও বলেন, সময়ের ব্যবধানে ভ্যাকসিনেও সেই মতো বদল ঘটাতে হবে। যেমন ফ্লু-র ক্ষেত্রে করা হয়। এই সব থেকে একটা বিষয় স্পষ্ট, ভাইরাসটি পৃথিবী থেকে এত সহজে নিশ্চিহ্ন হওয়ার নয়।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *