বরফে ঢাকা পড়েছে আমেরিকা

Spread the love

নাগরিক ডেস্ক : আমেরিকার বিস্তির্ন অংশ বরফের চাদরে মুখ ঢেকে গেছে। দেশটির যেদিকে তাকাবেন, চারিদিকে শুধু বরফ আর বরফ। মেক্সিকো শহরকে দেখে তো চেনাই দায়। এর পাশাপাশি চলছে শীতল ঝোড়ো হাওয়া। এনডিটিভি সূত্রে খবর, মিসিসিপি ভ্যালিতে নেই পানির চিহ্ন। আমেরিকার ১৫ টি রাজ্যে নিজের তান্ডব চালিয়ে যাচ্ছে বরফ। কোথাও তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি, আবার কোথাও মাইনাস ৪০ ডিগ্রি। প্রায় ৫০ মিলিয়ন মানুষ বরফের এই মজা এবং দুর্ভোগ দুটোই উপভোগ করছেন।
স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় ঘোষণা করেছে। টেক্সাস শহরে চলছে বরফের রাজত্ব। ওকলাহোমার প্রশাসন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা বরফের মোকাবিলায় বিশেষ বাহিনী তৈরি করছে। দেশের নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। বরফের সঙ্গে ঝোড়ো হাওয়া বাড়তি মাথাব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে। এমনকি যে বাড়িগুলির ভিত বিশেষ শক্ত নয়, সেগুলি থেকে মানুষদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু হয়েছে। উত্তর থেকে দক্ষিণ আমেরিকায় টানা শৈত্য প্রবাহের ফলে প্রয়োজনে সেনাবাহিনীর দ্বারস্থ হওয়ার কথাও ভাবছে প্রশাসনের কর্মকর্তারা। মনে করা হচ্ছে এই হারে শীতল প্রবাহ চলতে থাকলে তা বিগত সমস্ত রেকর্ড ভেঙে দেবে। এর আগে বেশ কয়েক বছর আগে তাপমাত্রা নিম্নমুখী হয়েছিল। তবে সেবারের তুলনায় এবারে বরফের প্রকোপ অনেকটাই বেশি। ফলে প্রতিদিনই তাপমাত্রা আরো নিচের দিকে নামবে বলে মনে করছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা। বরফের জেরে বন্ধ হয়েছে সমস্ত অফিসের কাজ। সকলেই নিজেদের বাড়িতে থেকেই কাজ করার চেষ্টা করছেন। করোনাকালে ওয়ার্ক ফ্রম হোমের যে নীতি সকলে দেখেছিল তাকে ফের একবার কাজে লাগাতে চাইছে এখানকার প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *