পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কর্মশালা

Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ
মহিলা বিয়ষক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ইউএনএফপি এর কারিগরি সহায়তায় এডভান্সমেন্ট অফ উইমেন রাইটস প্রকল্পের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির জেলা পর্যায়ে দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপ-পরিচালকের কার্যালয়ে, মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে দিনব্যাপি কর্মশালার উদ্বোধন করেন কর্মশালার প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক ভারপ্রাপ্ত শাহিদা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মুকিত হাসান, এনডিসি অমিত রায়, ইউপি চেয়ারমান এ্যাড মোঃ কবির হোসেন তালুকদার।

এডভান্সমেন্ট অফ উইমেন রাইটস প্রকল্পের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির খড়সা গাইড লাইন জেলা পর্যায়ে দিনব্যাপি কর্মশালায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন মহিলা বিষয়ক অধিদপ্তর এর প্রোগ্রাম অফিসার সাবরিয়া সাবেরিন বাঁধন ।কর্মশালায় ইউনিয়ন কমিটি সক্রিয় করা, ওর্য়াড কমিটি গঠন,সচেতনতামূলক প্রচারণা বৃদ্ধি করা,অর্থনৈতিকভাবে নারীকে সক্ষম করে তোলঅর জন দক্ষতাবৃদ্ধিমূলক বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টি করা,

জেন্ডার বৈষম্য কমানো, আইনের ব্যাপক প্রচার, ১০৯ হেল্প লাইন নম্বর প্রচার ,নোটারী পাবলিকের মাধ্যমে বিবাহ বন্ধ করা এবং বিবাহ রেজিস্ট্রিকরণ বাধ্যতামূলক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগন, ইউপি চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, ইউপি সচিব, সাংবাদিকসহ ৫০ জন প্রতিনিধি অংশ গহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *