পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে যথাযথ মর্যাদায় মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিট সময় পটুয়াখালী পৌরসভা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

পরবর্তীতে পর্যায়ক্রমে পুষ্পস্তাবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও দায়রা জজ রোকসানা পারভীন, জাতীয় সংসদের সংরক্ষিত ৩২৯ মহিলা আসনের সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম, সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান,
যুগ্ম সাধারন সম্পাদক এডঃ গোলাম সরোয়ার, জেলা জাসদের সভাপতি এড.খন্দকার আব্দুল হাই, সাধারন সম্পাদক শ.ম দেলোয়ার হোসেনন দিলিপ, মামুন খান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, সদর ইএনও লতিফা জান্নাতী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক দরবার হলে ‘ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ অদবান’ শীর্ষক আরৈাচনাসভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৈৗধুরী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত ৩২৯ মহিলা আসনের সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম.এ হালিম প্রমখ। পরে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষাথীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *