‘আদর্শিক লড়াইয়ে ছাত্র আন্দোলনকে প্রস্তুত থাকতে হবে’

Spread the love

নাগরিক রিপোর্ট:
চরমোনাই দরবার শরীফের ৩দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শনিবার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে। সকাল ৮টায় আখেরী মোনাজাত পরিচালনা করবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।


শুক্রবার চরমোনাইতে স্মরনকালের বড় জুম্মার নামাজে কয়েক লাখ মুসুল্লী অংশগ্রহন করেন। কয়েক কিলোমিটার এলাকার মধ্যে স্থান না পাওয়ায় বাড়ির আনাচে-কানাচে যে যেখানে পেরেছেন দাড়িয়ে জুমার নামাজ আদায় করেন মুসুল্লীরা। তার আগে মাহফিল ময়দানে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথির বক্তৃতায় চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশে এখন আদর্শিক লড়াই চলছে। এ লড়াইয়ে ইসলামকে বিজয়ী করতে ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের এখনই প্রস্তুুতি নিতে হবে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব দিবস পালনকালে ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার বিষয় উল্লেখ করে চরমোনাই পীর বলেন, হামলাকারীরা ইসলাম বিরোধী শক্তি। ইসলামের চিহৃগুলো ওদের সহ্য হয়না। তাই আদর্শের লড়াইয়ে ইসলাম বিজয়ী হলে ওইসব অশুভ শক্তির কর্মকান্ড ভেঙ্গে যাবে। ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীদের জয়ী করতে প্রস্তুুত নেয়ার আহŸান জানান চরমোনাই পীর। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার জন্য তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলার আহŸান জানান তিনি।


ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নুরুল করীম আকরামের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র মহাসমাবেখে আরও বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ, যুগ্ন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, নুরুল হুদা ফায়েজী, ওমান কমিটির সেক্রেটারী মীর আহমেদ মীরু, মালয়েশিয়া মাশা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি বশির ইবনে জাফর প্রমুখ।


মাহফিল মিডিয়া কমিটির প্রধান মো. শরিয়তউল্লাহ জানান, শুক্রবার পর্যন্ত মাহফিলে ১১ জন মুসুল্লীর মৃত্যু ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *