মেয়রকাপ ক্রিকেট: ঢাকা ক্রিকেট একাডেমী বিজয়ী

Spread the love

পটুয়াখালী প্রতিনিধি:
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালী আবুল কাশেম স্টেডিয়াম মাঠে মেয়রকাপ টি-২০ ক্রিকেট টুর্ণমেন্টের আজ ৫ মার্চ দিনের প্রথম সেমিফাইনাল খেলায় ঢাকা ক্রিকেট এাকোডেমী ৬ উইকেডে জয়লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। সকাল সাড়ে ৯টায় প্রথম সেমিফাইনাল খেলায় ঢাকা ক্রিকেট এাকোডেমী টসে জিতে প্রথমে প্রজন্ম আহসান হাবীব স্মৃতি সংসদকে ব্যাট করতে আমন্ত্রন জানান।

প্রজন্ম আহসান হাবীব স্মৃতি সংসদ ২০ ওভারে ৮উইকেট হারিয়ে ১৯৪ রান করে । ১৯৫ রানের র্টাগেটে মাঠে নেমে ৪ উইকেটে ঢাকা ক্রিকেট এাকোডেমী ১৯৭ রান করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় ম্যান অপ দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন ঢাকা ক্রিকেট এাকোডেমী‘র রাফসান।

পুরস্কার বিতরণ করেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের যুগ্ম সম্পাদক মামুন আল আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহজালাল খান, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক পৌর কাউন্সিলর সাংবাদিক এ্যাডভোকেট কাজল বরণ দাস, কাউন্সিলর মতিন মাহামুদ জাহিদ সিকদার,এস এম ফারুক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ঝর্ণা সিকদারসহ , জাতীয় পার্টির সাধারন সম্পাদক জাকির মাহমুদ সেলিমসহ ক্রীড়াপ্রেমিক শত শত দর্শকবৃন্দ। এ রিপোর্ট লেখা পর্যন্ত টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা চলছে।


আম্পায়ারের দায়িত্বে ছিলেন পটুয়াখালী ক্রিকেট রেফারী এ্যাসোসিয়েশনের আরিফুর রহমান, রিয়াদ হোসেন, মোঃ মারুফ এবং বিদ্যুৎ পাল। উল্লেখ্য, গত ১৩ ফেব্রæয়ারি ৪টি গ্রপে ১৬টি দল অংশ করে। ঢাকার সোহাগ গাজী, তাহাসিন, রাফসান, সাদি, মেহেদী‘র মতো নামীদামী খেলোয়াড় অংশ গ্রহন করছেন। চ’ড়ান্ত ফাইনাল খেলা হবে ৮মার্চ সোমবার এ্যাড. আবুল কাশেম স্টেডিয়ামে সকাল ১০.৩০ মিনিট সময় ফাউনাল খেলা শুরু হবে বলে জানান, টুর্নামেন্টের আহবায়ক কাউন্সিলর কাজল বরন দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *