দীঘির ওপর এপার চটেছেন হিরো আলম

Spread the love

নাগরিক ডেস্ক : প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত ‘তুমি আছো তুমি নেই’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১২ মার্চ। বরেণ্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক আসিফ ইমরোজ। ছবিটি নিয়ে শোবিজ পাড়ায় ইতিমধ্যেই নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। ছবিটি নিয়ে দীঘির বিরুপ মন্তব্যের কারণে তার বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন নির্মাতা ঝন্টু।

এবার তার ওপর চটেছেন ফেসবুক বা ইউটিউবের আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে দীঘির কাছে জানতে চাওয়া হয়, কয়েকজন অপছন্দের অভিনেতার নাম। উত্তরে দীঘি বলেন, হিরো আলম। সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘ওকে অভিনেতা বলা যায় না, অভিনেতা ধরিও না। সে কিসের হিরো।’ দীঘির এমন কথায় খেপেছেন হিরো আলম। এমন কি তার বিরুদ্ধে মানহানি মামলা করার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

হিরো আলম বলেন, ‘সে কি বলেছে, এটা আপনারা সবাই শুনেছেন। আমি হিরো আলম কিন্তু কারও দয়া বা করুণায় এখানে আসিনি। আমাকে কেউ কিন্তু এখানে আনেওনি। আমি আমার নিজের যোগ্যতায় এখানে এসেছি। একজন অভিনেত্রী হয়ে অন্য একজন অভিনয়শিল্পীকে ঘৃণা করে, সে কখনও অভিনয়শিল্পী হতে পারে না। সে আমাকে নিয়ে কেন এ ধরেন বাজে মন্তব্য করবে?’

‘তুমি আছো তুমি নেই’ ছবির প্রসঙ্গে টেনে তিনি আরও বলেন, ‘একজন প্রযোজকের কাছে তার ছবি সন্তানের মতো। দীঘি যে ছবির নায়িকা, সে তার ছবির প্রচারণা না করে অপপ্রচার চালাচ্ছেন। সে কীভাবে নায়িকা হয়। আপনাকে নিয়ে কি তারা সিনেমা বানিয়ে অন্যায় করেছে! কেন তুমি অপপ্রচার চালাও, এর তো দরকার নাই। যখন তুমি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে, তখন অবশ্যই এর গল্প পড়ে, চরিত্র দেখে তারপরই সাইন করেছো, এরপর কাজ করেছো। তাহলে তুমি কেন ছবিটি নিয়ে এসব বলো। আমার মনে হয়, এরা সিনেমাকে বাঁচাতে চায় না। এরা সিনেমা ধ্বংস করতে চায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *