ভোক্তা অধিকার: ৮ মাসে সাত লাখ টাকা জরিমানা

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক খন্দকার আনোয়ার হোসেন বলেছেন, ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের ফেব্রয়ারী পর্যন্ত গত ৮ মাসে ৮৩৯টি অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ১ হাজার ৫৮৫টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭ লাখ ২১ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময়কালে ৮৫টি লিখিত অভিযোগ তদন্ত করে ২৫টি প্রতিষ্ঠানে জরিমানার মাধ্যমে ২লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করার মাধ্যমে অভিযোগগুলোর নিস্পত্তি করা হয়েছে।

পাশাপাশি ২৫ ভাগ হিসাবে অভিযোগকারীদের মাঝে ৫৮ হাজার ৭৫০টাকা প্রদান করা হয়। সোমবার বিশ্ব ভোক্তা দিবসে এক আলোচনা সভায় উপ পরিচালক আনোয়ার হোসেন এসব তথ্য জানান।


‘মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’- এ শ্লোগানে বরিশালে ট্রাক শো, আলোচনা সভা, বিভিন্ন উপজেলায় প্রচারনার উদ্ধোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত) সচিব মো: সাইফুল হাসান বাদল। বরিশাল সার্কিট হাউজে জেলা প্রশাসক মো: জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে দিবসটির আলোচনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম ও পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান।


সভায় আরো বক্তব্য রাখেন বরিশাল চেম্বাস অব কমার্স সহ-সভাপতি আমিনুর রহমান ঝান্ডা, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, ক্যাব এর জেলা ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. হিরন কুমার দাস মিঠু, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মো: শাহ্ শোয়াইব মিয়া প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *