‘ঝন্টু ‍আংকেল আমাকে দুই পয়সার মেয়ে বলতে পারেন না’- দীঘি

Spread the love

নাগরিক ডেস্ক : ‘তুমি আছে তুমি নেই’ ছবির ট্রেলার দেখে ছবিটির নায়িকা জাতীয় পুরস্কারজয়ী অভিনয়শিল্পী দীঘি হতাশা প্রকাশ করেছিলেন। এ নিয়ে দেওয়া তার সাক্ষাৎকার দেখে ক্ষিপ্ত হন ছবিটির চিত্রনাট্যকার ও পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তিনি দীঘির কঠোর সমালোচনা করার পাশাপাশি মামলা করার হুমকি দিয়েছেন। ক্ষিপ্ত হয়ে দীঘিকে ‘দুই পয়সার মেয়ে’ বলেছিলেন নির্মাতা ঝন্টু। বিষয়টি নিয়ে সম্প্রতি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন দীঘি।

সাক্ষাৎকারে দীঘি বলেন, আমি ছবি নিয়ে কোনো কথা বলিনি। ঝন্টু আঙ্কেল গুরুজন, তাকে অনেক সম্মান করি। তিনি আমার ফ্যামিলি নিয়ে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, পরিবার আমাকে শিক্ষা দিতে পারেনি। তারা আমাকে বাজে আইডিয়া দিচ্ছে। এটার পিছনে নাকি কারও হাত আছে! সবচেয়ে বড় কথা আমার মামাকে টেনে আনা হয়েছে। তিনি শোবিজের কেউ না। তিনি শুধুই আমার মামা, ভালো বন্ধু, অভিভাবক। বিতর্কের মধ্যে মামাকে টেনে আনা হয়েছে, তার নামে মামলা দিতে চাচ্ছে। ঝন্টু আঙ্কেল আমাকে দুই পয়সার মেয়ে বলেছেন। আমরা কাউকে এভাবে সম্বোধন করতে পারি না।
দীঘি আরও বলেন, এসব আলোচনা ছবি পর্যন্ত ঠিক ছিল। ব্যক্তিগতভাবে ঝন্টু আঙ্কেল আমাকে এভাবে আক্রমণ করে কথা বলতে পারেন না কোনোভাবেই। এতে আমি খুবই অ্যাবিউজ ফিল করেছি। খুব বেশি আঘাত পেয়েছি। উনার সাথে আর কী কথা বলবো? কীভাবেই বা কথা বলবো? প্রথমত তারা আমাদের সাথে কেউই যোগাযোগ করছে না। উনি পরিবার নিয়ে কেন কথা বললেন? উনি আমাকে দুই পয়সার মেয়ে কোন হিসেবে বললেন। আমি এমন কোনো পরিবারের সদস্য নই যে আমাকে কিছু বললে আমার আশেপাশের মানুষ চুপ থাকবে!

প্রসঙ্গত, গত ১২ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নায়িকা হিসেবে দীঘি অভিনীত প্রথম ছবি ‘তুমি আছো তুমি নেই’। এই ছবির চিত্রনাট্যকার ও পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। একটি সাক্ষাৎকারে দীঘি বলেন, ‘দর্শকদের কথা কী বলব, ট্রেলার দেখে তো আমারই ভালো লাগেনি।’ এর জবাবে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘যে মেয়ে সিনেমা মুক্তির আগে বলে যে সেটি চলবে না, তার দাম দুই পয়সারও কম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *