টি-টোয়েন্টি সিরিজ না খেলেই ফিরবেন তামিম

Spread the love

নাগরিক ডেস্ক:
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামী ২০ মার্চ। ব্যক্তিগত কারণ দেখিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেলার ঘোষণা দিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার অনলাইন সংবাদ সম্মেলনে এসে তামিম ইকবাল বলেন, ‘আমি টি-টোয়েন্টিতে থাকব না। কারণটা ব্যক্তিগত।’

নিউজিল্যান্ড সফরে আসার আগেই টিম ম্যানেজম্যান্টকে বিষয়টি জানিয়েছেন তামিম ইকবাল-এমনটা জানিয়ে তিনি বলেন, ‘আমি টি-টোয়েন্টি সিরিজে থাকব না। নিউজিল্যান্ডে আসার আগেই কোচ ও নির্বাচকদের বলেছি এটা। ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজটি খেলতে পারব না। দলের জন্য শুভকামনা থাকবে। ওয়ানডে অধিনায়ক হিসেবে আশা করব টি-টোয়েন্টিতে দল ভালো করবে।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান তামিম। দেশের পক্ষে একমাত্র সেঞ্চুরিয়ান। ৭৪ ইনিংসে করেছেন ১৭০১ রান। ৭৬ ইনিংসে ১৫৬৭ রান নিয়ে দুইয়ে সাকিব আল হাসান। এই দুজনই এবার নেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে আগেই ছুটি নিয়েছেন সাকিব।

তামিম চাচ্ছেন, নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলার পর টি-টোয়েন্টিতে মনযোগ না দিয়ে বরং, পরের মাসেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিতে। সে কারণেই কিউইদের বিপক্ষে মূলতঃ না খেলার সিদ্ধান্ত নেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *