পটুয়াখালীতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক সভা

Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ ‘শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। শুক্রবার ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) জেলা শাখা কার্যালয়ে পটুয়াখালী জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ ও ডিকেআইবি পটুয়াখালী জেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।

বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ পটুয়াখালী জেলা কমিটির সভাপতি ও জেলা ডিকেআইবি সাধারন সম্পাদক কৃষিবিদ মোঃ নাসির উদ্দীন বিশ্বাস মুকুলের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ পটুয়াখালী জেলা কমিটির সহ-সভাপতি কৃষিবিদ মোঃ মজিবুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগে অর্থ বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান সবির, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ বরিশাল অঞ্চলের সভাপতি কৃষিবিদ আলহাজ্ব মোঃ ছিদ্দিকুর রহমান, ডিকেআইবি পটুয়াখালী জেলা শাখার সভাপতি কৃষিবিদ গাজী হাবিবুর রহমান,দপ্তর সম্পাদক কৃষিবিদ জহিরুল হক খান,

গবেষনা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দুলাল সিকদার, কৃষিবিদ আবদুস সালাম। আরও বক্তব্য রাখেন কৃষিবিদ মিজানুর রহমান, কৃষিবিদ আনসার উদ্দিন মোল্লা, কৃষিবিদ মোঃ জাহিদ হোসেন, কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাবেক সভাপতি ওমর ফারুক মোঃ ইকবাল হোসেন ভুইয়া।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ জেলা কমিটির সাধারন সম্পাদক সুবাস চন্দ্র হাওলাদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *