বিসিবি নিয়ে মুখ খুললেন মাশরাফি

Spread the love

নাগরিক ডেস্ক:
বিসিবির নানা অসঙ্গতি নিয়ে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি সম্পর্কে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, বিগত ২০ বছরে তার একটা ফিটনেস টেস্ট ফেল ছিল না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যখন বিষয়টি নিয়ে নেতিবাচক কথা বলে, তখন তার খুব অবাক লাগে।

মঙ্গলবার সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘আমারতো ফিটনেস কোনোদিন ফেলই নাই। অনেককেই বলতে শুনেছি মাশরাফি হয়তোবা ফিট নাও থাকতে পারে। বাইরের একজন দর্শক নাও জানতে পারেন, কিন্তু বিসিবির দায়িত্বে থেকে যারা এমন কথা বলে তখন খুবই অবাক লাগে।’ এ সময়, তারা (বিসিবির দায়িত্বপ্রাপ্তরা) আসলেই কোনো তথ্য রাখে বা ঠিকমতো অফিস করে কিনা প্রশ্ন রাখেন মাশরাফি।

ফিটনেসের ব্যাপারে দেশ সেরা ক্রিকেট অধিনায়ক বলেন, ‘বিগত ২০ বছরে আমার একটা ফিটনেস টেস্ট ফেল ছিলো না।’ বিসিবির কাছ থেকে কিছুটা সত্যি কথা আশা করেছিলেন বলেও জানান মাশরাফি। তিনি বলেন, ‘পুরোটা না হোক কিছুটা সত্য বললে তাও হতো। তাদের কাছ থেকে কিছুটা সত্যতো আশা করতেই পারি আমি।’

ক্যারিয়ারের শুরু থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলেন জানিয়ে মাশরাফি আরও বলেন, ‘বাংলাদেশে যদি কোনো কিছু নিয়ে আপনাকে অ্যাটাক করা হয়, তাহলে যেটাকে আপনি ছাড় দিচ্ছেন সেটাই আপনার জন্য মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। তো আমার বিগত ২০ বছরে যত ইনজুরি আসুক আমার একটাও ফিটনেস ফেল নাই।’

মাশরাফির বাদ পড়া নিয়ে হেড কোচ’র সঙ্গে কথা হয়েছে কিনা; এ বিষয়ে তিনি জানান, রাসেল ডোমিঙ্গোর সঙ্গে এ বিষয়ে তার কোনো কথা হয়নি। তবে পাকিস্তান সিরিজের আগে কথা হয়েছিল। তখন মাশরাফিকে ডাকা হয়েছিল। তিনি বলেন, ‘সে সময় আকরাম ভাইরা ওই রুমে ছিলেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *