চন্দ্রমোহনে সড়ক দূর্ঘটনায় মাদরাসার সুপরিনটেনডেন্টসহ নিহত ২

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে ট্রলির ধাক্কায় নিহত হয়েছেন মাদরাসার সুপরিনটেনডেন্টসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার বেলা সোয়া ১২টায় চন্দ্রমোহন বাজারের অদুরে এ দূর্ঘটনা ঘটে। বরিশাল বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর কেরামতিয়া দাখিল মাদ্রাসার সুপরিনটেনডেন্ট আব্দুল জলিল (৫৫) ও তাকে বহনকারী ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক আলাউদ্দিন (২১)।


টুমচর কেরামতিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক কাজী মো. অলিউল্লাহ জানান, সুপারিনটেনডেন্ট আব্দুল জলিল ও আরেক সহকারী শিক্ষক মো. হেলালউদ্দিন ভাড়াচালিত মোটরসাইকেলে মাদরাসা থেকে পাশের ইউনিয়ন চাঁদপুরার গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। মাদরাসার অদুরে বরিশাল-বাউফল রুটে নতুন সড়ক নির্মান কাজ চলছে।

ওই এলাকা অতিক্রমের সময় সড়ক নির্মান কাজে ব্যবহৃত একটি ট্রলির ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে গেলে ঘটনাস্থলেই নিহত হন সুপরিনটেনডেন্ট মাওলানা আব্দুল জলিল।


আহত শিক্ষক মাওলানা হেলাল উদ্দিন ও মোটরসাইকেল চালক আলাউদ্দিনকে উদ্ধার করে বরিশাল নগরী থেকে অ্যাম্বুলেন্সের আসার অপেক্ষা করছিলেন তারা। অ্যাম্বুলেন্স পৌছার আগেই আলাউদ্দিনের মৃত্যু ঘটে। আশংকাজনক অবস্থায় সহকারী শিক্ষক মো. হেলাল উদ্দিনকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *