‘করোনা নয় বিএনপি দমনে মরিয়া সরকার’

Spread the love

নাগরিক ডেস্ক:
সরকার মহামারি করোনা মোকাবিলা নয়, বরং ‘মিথ্যা’ মামলা দিয়ে রাজনৈতিকভাবে বিএনপির নেতাকর্মীদের দমন করতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।

বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘১২ বছরের অধিক কাল ভয়াবহ দুঃশাসনের জন্য জনগণের নিকট সরকারকে জবাবদিহি করতেই হবে।’

গত ৫ এপ্রিল ফরিদপুরের সালথার ঘটনায় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ৮৮ জনের নাম উল্লেখ করে বেনামে চার হাজার জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং ২১ জনকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় ওই বিবৃতিতে। একই সঙ্গে অবিলম্বে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারসহ গ্রেপ্তার ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি ও সালথায় স্বাভাবিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানানো হয়।

একই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নেতাকর্মীদের মুক্তি দাবি করে পৃথক বিবৃতি দিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বিবৃতি মির্জা ফখরুল বলেন, ‘ফরিদপুরের সালথায় গত ৫ এপ্রিল করোনা মোকাবিলায় সরকারের অপরিকল্পিত লকডাউনের প্রেক্ষিতে স্থানীয় একজন পদস্থ সরকারি কর্মকর্তার উপস্থিতিতে তার কর্মচারী কর্তৃক একজন দোকান কর্মচারীকে নির্মমভাবে নির্যাতনের প্রতিবাদে স্থানীয় জনসাধারন ব্যাপক বিক্ষোভে ফেটে পড়ে। জনসাধারণের বিক্ষোভ দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীর বেপরোয়া গুলিবর্ষণ ও একজনকে হত্যার পর উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপাতে উল্টো বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীসহ নামে-বেনামে চার হাজার সাধারণ মানুষকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

এতে প্রমাণ করে সরকার মহামারি করোনা মোকাবিলা নয় বরং মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিকভাবে বিএনপির নেতাকর্মীদের দমন করতে মরিয়া হয়ে উঠেছে।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘সালথায় ৮৮ জনের নাম উল্লেখ করে চার হাজার জনকে অজ্ঞাত রেখে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই ৮৮ জনের মধ্যে অধিকাংশই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। বর্তমানে সালথায় পুলিশি গ্রেপ্তারি অভিযানের কারণে সারা এলাকা মানুষশূন্য হয়ে গেছে।

সেখানে ভয়, আতঙ্ক ও বিভিষিকাময় পরিবেশ বিরাজ করছে। গ্রেপ্তারের নামে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিরীহ মানুষকে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *