মাসকাটা নদীতে সাবমেরিন ক্যাবল, বিদ্যুৎ পাচ্ছে ১০ হাজার পরিবার

Spread the love

নাগরিক ডেস্ক:
মাসকাটা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল স্থাপন করে বিদ্যুতায়িত করা হবে মেহেন্দিগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়ন। ইউনিয়ন ৩টি হলো জাঙ্গালিয়া, চরগোপালপুর ও শ্রীপুর। সাব মেরিন ক্যাবল স্থাপন সম্পন্ন হলে এই তিন ইউনিয়নের ১০ হাজার মানুষ বিদ্যুৎ সুবিধা পাবেন। রোববার মাসকাটা নদীতে ১৭০০ মিটার সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ উদ্বোধন করেন বরিশাল- ৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ।

এসময় এমপি পংকজ নাথ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রæতি দিয়েছিলেন প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রæতি বাস্তবায়নে মাসকাটা নদীতে সাবমেরিন ক্যাবল স্থাপন করে মেহেন্দিগঞ্জের ৩টি ইউনিয়নের ১০ হাজার পরিবারকে বিদ্যুৎ সুবিধা প্রাপ্তির আওতায় আনা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পল্লী বিদ্যুতের মহা ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুল মান্নান, আলাউদ্দিন আহমেদ, নির্বাহী প্রকৌশলী অনিল কুমার সরকার, উপ মহাব্যবস্থাপক সাইদুল মুরসালিন, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, চরগোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান সামসুল বারী মনির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *