স্বাস্থ্যবিধি মানাতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

Spread the love

নাগরিক রিপোর্ট:
প্রাণঘাতী করোনায় স্বাস্থ্যবিধি মানাতে বরিশালের বিভিন্ন স্থানে শুক্রবার অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অভিযানে ৯ ব্যক্তি এবং ২ প্রতিষ্ঠানকে ৬ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এর নেতৃত্বে নগরীতে এ অভিযান পরিচালিত হয়েছে।


এসময় তারা করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম এর অংশ হিসেবে লিফলেট ও মাস্ক বিতরণ করেন। অভিযানকালে নগরীর গুরুত্বপূর্ণ স্থান চকবাজার, নতুন বাজার, নথুল্লাবাদ এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস ৮ জন ব্যক্তিকে স্বাস্থ্যবিধি না মানায় ১ হাজার ৬০০ টাকা ও ১টি ফলের দোকানে মূল্যতালিকা না থাকায় ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।


অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এর নেতৃত্বে নগরীর পুলিশ লাইন রোড ও বাংলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১ ব্যক্তি ও একটি পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৪ হাজার ৩০০ টাকা জরিমানা করেন। অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুইটি টিম আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *