দেশে ৮০ শতাংশ ভারতীয় ধরন শনাক্ত

Spread the love

নাগরিক ডেস্ক:
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশে ৮ মে প্রথম ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর আইইডিসিআর এবং ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইডিএসএইচআই) করোনভাইরাসের ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্স করেছে।

ডেল্টা তথা ভারতীয় ধরনে সংক্রমিত রোগীদের মধ্যে ১৪ জন বিদেশে যাননি এবং যারা অন্যদেশে ভ্রমণ করেছেন তাদের সংস্পর্শেও আসেননি। এর মানে বাংলাদেশে ডেল্টা ধরনের কমিউনিটি সংক্রমণ হচ্ছে। জিনোম সিকোয়েন্স করা ৫০টির মধ্যে মাত্র আটটি নমুনা বিটা বা দক্ষিণ আফ্রিকার ধরন ছিল।

চাঁপাইনবাবগঞ্জ, গোপালগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, বাগেরহাট, ঝিনাইদহ ও পিরোজপুর থেকে সংগ্রহ করা নমুনায় ডেল্টা ধরন পাওয়া গেছে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে সংগ্রহ করা ১৬টি নমুনার মধ্যে ১৫টি ডেল্টা ধরন আর গোপালগঞ্জ থেকে সাতটি নমুনার সবগুলোতেই ভারতীয় এই ধরনটি পাওয়া গেছে।

খুলনা থেকে সংগ্রহ করা তিনটি নমুনাই ডেল্টা ধরন এবং ঢাকা থেকে সংগ্রহ করা চারটি নমুনার মধ্যে দুটি ছিল ডেল্টা বা ভারতীয় ধরন। গত বছরের অক্টোবরে ভারতীয় ধরনটি প্রথম শনাক্ত করা হয়। অতি সংক্রামক এই ধরনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যারিয়েন্ট অব কনসার্ন (ভিওসি) ঘোষণা দিয়েছে।

অতি সংক্রামক এই ধরনের হানায় করোনা মহামারীর বর্তমান হটস্পট ভারত রীতিমতো বিধ্বস্ত। দৈনিক রেকর্ড সংক্রমণে ভেঙে পড়ে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *