বরিশালে শেষ হলো বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

Spread the love

নাগরিক ডেস্ক:
বরিশালে জেলা পর্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।


বরিশাল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে মঙ্গলবার বিকেলে ৬ দিনব্যাপী টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে বালিকা শাখায় বাকেরগঞ্জ উপজেলাকে ০-৪ গোলে হারিয়ে উজিরপুর উপজেলা চ্যাম্পিয়ন হয়।


পরে একই স্থানে বালক শাখায় বরিশাল সিটি করপোরেশন ৩-০ গোলে মুলাদী উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবদুর রাজ্জাক।


ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক, বিএমপি’র উপ-কমিশনার মো. মনজুর রহমান এবং যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক মোঃ আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *