লকডাউনের আগে খাদ্য নিরাপত্তা দাবীতে বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট:
লকডাউন বা শাটডাউন চলাকালে শ্রমজীবী মানুষের মাঝে পর্যাপ্ত ত্রান দেয়ার দাবীতে বরিশাল নগরীতে বিক্ষোভ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। রোববার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচী পালন করা হয়। পরে বাসদ নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


তার আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ক্ষুধা করোনার চেয়েও ভয়ংকর। শুধুমাত্র আইন দিয়ে ক্ষুধার্ত গরীব শ্রমজীবী মানুষগুলোকে ঘরবন্দী করে রাখা যাবে না। সরকার লকডাউন বা শাটডাউন যেটাই করুক, সবার আগে শ্রমজীবী মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রমজীবী মানুষগুলোর জন্য পর্যাপ্ত ত্রান সরবরাহের নিশ্চয়তার দাবী জানান বাসদ নেতৃবৃন্দ।


বাসদের বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন, দুলাল মল্লিক, শহিদুল ইসলাম, মোঃ সোহেল মৃধা, বিধান সরকার, সাইফুল ইসলাম, সানু আক্তার, কাজল দাস ও আঃ জব্বার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *