স্ত্রীর বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ নোবেলের

Spread the love

নাগরিক ডেস্ক : এবার স্ত্রীর বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ আনলেন গায়ক নোবেল। সোশ্যাল মিডিয়ায় আজ এক পোস্টে স্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগের ইঙ্গিত দিয়েছেন তিনি। নোবেল লেখেন, মাতৃত্ব কেবলমাত্র একজন নারীর জন্যই পবিত্র কিংবা সম্মানের বিষয় নয়। একজন পুরুষের জন্যেও অত্যন্ত আনন্দের এবং খুব গর্বের একটি বিষয়। এগুলো নিয়ে কেউ মিথ্যাচার করেনা। আমার স্ত্রী, সালসাবিল তার অন্তঃসত্ত্বা হবার লক্ষণগুলো আমার সঙ্গে শেয়ার করেন এবং তার ফলশ্রুতিতে আমি এক্সাইটেড হয়ে স্ট্যাটাসটি গণমাধ্যমে প্রকাশ করি। নোবেল আরও বলেন, স্ট্যাটাসটি দেয়ার কিছুক্ষণের মধ্যে আমার স্ত্রী সালসাবিল আমাকে ফোন করে বাচ্চা ‘অ্যাবর্শন’ করে ফেলবে, এই হুমকি দেয়। কারণ আমি নাকি তার বাচ্চার বাবা হবার যোগ্য না।
আমার অনেক হেটার্স! অনেক কন্ট্রোভার্সি। ব্যাংক ব্যালেন্স এই মুহূর্তে একটু কম। যেহেতু আমাদের শিল্পীদের গত বছর মার্চ থেকে ‘লাইভ কন্সার্ট’ বন্ধ। তাছাড়া দুজন প্রাপ্তবয়ষ্ক ছেলে-মেয়ে সসম্মতিতে বিয়ে করেছি, তাই আমার স্ত্রীর পিতৃপক্ষ কোনোভাবেই আমাদের বিয়ে টিকতে দেবে না। এমনকি আমার ঘরের তালা ভেঙে ঘরে ঢুকে আমাকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। সম্ভাব্য শিশুটিকে খুন করা হয়ে থাকতে পারে। এমন আশঙ্কাও প্রকাশ করেছেন নোবেল। প্রসঙ্গত, গত ২৮শে জুন নোবেল তার ভেরিফায়েড ফেসবুক পেজে বাবা হওয়ার সংবাদটি দেন। এরপর ৩০শে জুন নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ জানান, তিনি প্রেগনেন্ট নন এবং পুরো বিষয়টির জন্য তিনি লজ্জিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *