করোনায় মৃত্যুর সংখ্যা গোপন করছে সরকার

Spread the love

নাগরিক ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি সরকার করোনায় প্রকৃত মৃত্যুর সংখ্যা গোপন করছে বলে অভিযোগ করেছে বিএনপি। আর এ কারণেই তথ্য না দেওয়ার জন্য ঢাকা সিভিল সার্জন কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে অভিযোগ দলটির। রোববার দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসব অভিযোগের কথা জানায় বিএনপি।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ রকম নির্দেশনা প্রমাণ করে সরকার প্রকৃত তথ্য গোপন করছে এবং করতে চায়। সংক্রমণে মৃত্যুর সংখ্যা প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি। এ রকম তথ্য গোপনের চেষ্টা গণতন্ত্র পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি।

নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়ে ফখরুল বলেন, অবিলম্বে এই সব নির্দেশ, তথ্য গোপন করার অপচেষ্টা বন্ধ করে জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরতে হবে। তাহলেই জনগণের সচেতনতা বৃদ্ধি পাবে এবং সমস্যার সমাধান হবে।

চলমান লকডাউনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকার মুখে বলছে একটা আর কাজ করছে উল্টো। দিন আনে দিন খায়—এমন লোকেরা কোনো সাহায্য পাচ্ছে না। লকডাউনে তারা একেবারেই নিঃস্ব হয়ে গেছে। জনগণের কাছে সরকার ট্যাক্স নিচ্ছে, কিন্তু তাদের কল্যাণে ব্যয় করছে না। ব্যয় করছে মেগা প্রকল্পে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *