তথ্যপ্রযুক্তিতে দরকার সাইবার নিরাপত্তায় সচেতনতা

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামুলক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত সেমিনারে অতিথি হিসেবে অংশগ্রহন করেন বিশ্ববিদ্যালয়ে এর উপাচার্য প্রফেসর ড: মো: সাদেকুল আরেফিন।

সেমিনারে উপাচার্য সাদেকুল আরেফিন বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে সকলকে সাইবার নিরাপত্তার বিষয়ে সচেতন হতে হবে। ডিজিটাল বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি প্রযুক্তিগত দিক থেকে নিরাপত্তা ঝুকিও বেড়েছে। যেকারনে তথ্যপ্রযুক্তির ব্যবহারে দেখা মাত্রই যে কোন ডকুমেন্টে ক্লিক করা যাবে না। অবশ্যই যাচাই বাছাই করে শেয়ারও করার আহবান জানান উপাচার্য ড: সাদেকুল।

বরিশাল ইউনিভার্সিটি আইটি সোসাইটির উদ্যোগে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের প্রোগ্রাম কো অর্ডিনেটর আবদুল্লাহ নাঈম।

সি এস ই বিভাগের এ বি এম আনাস এর সঞ্চালনায় সেমিনারে আরও অংশগহন করেন বরিশাল ইউনিভার্সিটি আইটি সোসাইটির উপদেস্টা সহকারী অধ্যাপক রাহাত হোসাইন ফয়সাল, সংগঠনের সভাপতি আবু উবায়দা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাদিয়া তাসনিম, সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সভাপতি কাজী মুস্তাফিজ, সাইবার প্যারাডাউস লিমিটেড এর চেয়ারম্যান আবদুল্লাহ হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *