আইসিইউ শয্যা থেকে সুস্থ্য রোগী সরাতে ডাকতে হয় পুলিশ!

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশাল শের- ই- বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম বলেন, রোববার রাতে দায়িত্বরত চিকিৎসককে করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) পরিদর্শন করতে বলি। সংশ্লিষ্ট চিকিৎসক পরিদর্শন শেষে জানান, ৩টি আইসিইউ শয্যায় থাকা (শয্যা নং ৩,৪ও ৫) ৩ জন রোগীর আপাতত আইসিইউ প্রয়োজন নেই। তখন তাদের সাধারণ শয্যায় স্থানান্তর করা হয়। কিন্তু ওই ৩ রোগী শয্যা ছাড়তে নারাজ। রাতেই পুলিশ পাঠালাম আইসিইউ শয্যা ছাড়ানোর জন্য। কিন্ত প্রভাবশালী হওয়ায় তারা রোববার রাতে শয্যা ছাড়েননি।

ডাঃ এইচ এম সাইফুল ইসলাম বলেন, সোমবার সকালে বিষয় টি বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসককে অবহিত করি।বিভাগীয় ও পুলিশ প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষের অনেক অনুরোধের পর ওই তিন রোগী সোমবার দুপুরে আইসিইউ শয্যা ছাড়েন।

করোনা ইউনিটের আইসিইউতে এমন দখলদারিত্বের খবর জানিয়ে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, এ রকম ঘটনা প্রায়ই ঘটছে আইসিইউতে।

ডাঃ এইচ এম সাইফুল ইসলাম আরও জানান, শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে আরও ৪টি শয্যা মঙ্গলবার থেকে বাড়ানো হয়েছে। এখন মোট ২৬ আইসিইউ শয্যায় রোগীরা সেবা পাচ্ছেন। আরও ৪ টি শয্যা ২-৩ দিনের মধ্যে চালু হবে। করোনা ইউনিটের আইসিইউ ১০০শয্যায় উন্নীত করার চেষ্টা অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *