বরিশালে মৃত্যুর সংখ্যা নিম্নমুখী : একদিনে মারা গেছেন ১৩

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশাল বিভাগে একদিনে মৃত্যুর সংখ্যা কমতে থাকার ধারবাহিকতা বুধবার দ্বিতীয় দিনের মতো অব্যাহত ছিল। বুধবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘন্টায় বিভাগে করোনায় আক্রান্ত ও উপসর্গে ১৩ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮৯ জন। প্রসঙ্গত টানা এক সপ্তাহ পর গত মঙ্গলবার বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ও উপসর্গে একদিনে মৃত্যুর সংখ্যা বিশ এর নিচে নেমে ১৭ হয়। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ভোলায় ৪ জন এবং বরিশাল ও পটুয়াখালীতে ১ জন করে মারা গেছেন। একই সময়ে এক হাজার ৬০২ জনের নমুনা পরীক্ষায় ৩৮৯ জন পজিটিভ শনাক্ত হন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৪ দশমিক ২৮ ভাগ। অপরদিকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপতাালের করোনা সংক্রান্ত তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৭ জন রোগী মারা গেছেন। এছাড়া হাসপাতালের আরটি পিসিরআর ল্যাবে ২৫৮ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জন পজিটিভ শনাক্ত হন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ৪৫ ভাগ। গত ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে সর্বধিক ১৫২ জন পজিটিভ শনাক্ত হন বরিশাল জেলায়। নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৬৫ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৬ দশমিক ৯০ ভাগ। সবচেয়ে কম সংখ্যক করোনা রোগী শনাক্ত ও শনাক্তের হারে সর্বনি¤œ বরগুনা জেলা। এ জেলাতে ১২০ জনের নমুনা পরীক্ষায় ১৬ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ ভাগ। ভোলা জেলায় শনাক্তের হার ৩০ দশমিক ১৬ ভাগ। জেলায় ৪৪১ জনের নমুনা পরীক্ষায় ১৩৩ জন পজিটিভ শনাক্ত হন। পটুয়াখালীতে ২৭২ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ১৬ দশমিক ১৮ ভাগ। পিরোজপুর ও ঝালকাঠীতে শনাক্তের হার যথাক্রমে ১৯ দশমিক ০৫ ভাগ এবং ২৪ দশমিক ২৪ ভাগ। পিরোজপুরে ১০৫ জনের নমুনা পরীক্ষায় ২০ জন এবং ঝালকাঠীতে ৯৯ জনের নমুনা পরীক্ষায় ২৪ জন পজিটিভ শনাক্ত হন। শেবাচিম হাসপাতাল সুত্রে জানা গেছে, সেখানকার ৩০০ শয্যার করোনা ইউনিটে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তারমধ্যে ৬৪ জন পজিটিভ শনাক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *