বরিশালে ওয়ার্কার্স পার্টির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ

Spread the love

নাগরিক ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন হত্যা চেষ্টার  ২৯ তম বার্ষিকীতে, সন্ত্রাস বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ আগস্ট ২০২১) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির উদ্যোগে বিকাল পাঁচটায় নগরীর অশ্বিনী কুমার হল চত্তরে সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা  কমরেড মোজাম্মেল হক ফিরোজের সভাপতিত্বে, ছাত্রনেতা মিন্টু দে সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পার্টি সাধারণ সম্পাদক,সাবেক সাংসদ কমরেড টিপু সুলতান , জাকির হোসেন, অধ্যাপক গোলাম হোসেন, এইচ এম হারুন বাবুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক শাহিন হোসেন প্রমুখ।
বক্তারা বলেন গত ২৯ বছরেও কমরেড মেনন হত্যা চেষ্টাকারীদের বিচার সম্পন্ন করা যায়নি, অনতিবিলম্বে হত্যাচেষ্টাকারীদের বিচার সম্পন্ন করে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
উল্লেখ্য, ১৯৯২ সালে বিএনপি সরকারের আমলে তোপখানা রোডস্থ পার্টির কেদ্রীয় কার্যালয়ের সামনে ওয়ার্কার্স পার্টির তৎকালিন সাধারণ সম্পাদক এবং সাংসদ রাশেদ খান মেননকে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা চালায় সাম্প্রদায়িক সন্ত্রাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *