‘শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে’

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল-২(উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য শাহে আলম বলেন, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখতে হবে। শুক্রবার উপজেলার গুঠিয়ার জেড. এ খান মাধ্যমিক বিদ্যালয়ের তিনতলা নুতন ভবনের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবকথা বলেন।


সকাল ১১টায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউনুস খানের সভাপতিত্বে এমপি শাহে আলম আরো বলেন, করোনায় অপূরণীয় ক্ষতি হয়েছে। তারপরেও প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে পৃথিবীর অনেক উন্নত দেশের চেয়ে ভাল আছি। অর্থনৈতিক চাকা সচল রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে ২০ বছর পর উন্নত সমৃদ্ধশালী দেশ হবে।


মাওলানা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, জেলা পরিষদ সদস্য আওরঙ্গজেব হাওলাদার, গুঠিয়া ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, বানারীপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত কুন্ডু, প্রধান শিক্ষক হুমায়ুন কবির, উজিরপুর প্রেসক্লাব সভাপতি মহসিন মিঞা লিটন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *