দুঃসময় কাটিয়ে আশার আলোয় ভাবনা

Spread the love

নাগরিক ডেস্ক:
দুঃসময় যাচ্ছিল অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। কেন যেনো হতাশ হয়ে পড়েছিলেন। সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনয় ছেড়ে দেওয়ার। অনেক বছর ধরে তিনি অভিনয় করছেন টিভি নাটক ও চলচ্চিত্রে। দুই মাধ্যমেই ভালো অবস্থান তৈরি হয়েছে এত দিনে। কিন্তু ক্যারিয়ার নিয়ে, কাজের মান নিয়ে সন্তুষ্ট ছিলেন না ভাবনা। সেই আঁচ পাওয়া যায় গত সপ্তাহে। ফেসবুকে এক স্ট্যাটাসে ভাবনা লেখেন, ‘আমার বোধ হয় অভিনয় ছেড়ে দেওয়া উচিত।’

সহকর্মীদের অনেকেই তখন ভাবনাকে সান্ত্বনা দিলেও তিনি খুঁজছিলেন অন্য কিছু। চেষ্টা করছিলেন নিজেকে খুঁজে পাওয়ার। প্রতি রাতে কাঁদতেন। নিজের কাজ আর পারিপার্শ্বিক নানা পরিস্থিতি তাঁকে অস্থির করে তুলত। তবে ভাবনা নিজের চেষ্টায় সেই ভয়ংকর দিনগুলো কাটিয়ে উঠতে পেরেছেন।

নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদের একটি অভিনয় কর্মশালা তাঁকে আশার আলো দেখিয়েছে। গত ২৪ থেকে ৩০ আগস্ট ওই কর্মশালায় অংশ নেন তিনি। ভাবনা বলেন, ‘অভিনয়কে আমি প্রচণ্ড ভালোবাসি। প্রতিদিনই চেষ্টা করি ভালো অভিনেত্রী হওয়ার। কিন্তু খুব মনমরা ছিলাম, উপলব্ধি করছিলাম, নিজের মাঝে অভিনয়ের শক্তিটাই পাচ্ছি না। একটা উপলক্ষ খুঁজছিলাম এই হতাশা থেকে বেরিয়ে আসার

সৈয়দ জামিল আহমেদের অভিনয় কর্মশালায় যুক্ত হলাম। জীবনের অসাধারণ সাতটি দিন পার করেছি ওই কর্মশালায়। ওই সাত দিনে আমি নিজেকে ফিরে পেয়েছি। প্রাণশক্তি পেয়েছি। কাজের অনুপ্রেরণা এসেছে।’

ভাবনা এখন জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চান। দীর্ঘদিন ধরে অভিনয় করলেও অভিনয় বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছিল না তাঁর। ভাবনা বলেন, ‘আমি কখনো কোনো অভিনয় স্কুল, কর্মশালা, থিয়েটারে ক্লাস করিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *