বরিশালে হত্যার দায়ে ২ জনের মৃত্যুদন্ড চারজনের যাবজ্জীবন

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশালে হত্যার দায়ে জিয়াউল হক লালন ও রিয়াদ সরদার নামক দুইজনকে মৃত্যুদন্ড প্রদান করেছে আদালত। একই মামলায় অপর ৪ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয়া হয়। বরিশাল জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইবুনালের (বিশেষ আদালত) বিচারক টিএম মুসা বুধবার সকালে এ দন্ডাদেশ দেন। হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ প্রমানিত না হওয়ায় ১০ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলো- বিপ্লব পাটনি, ওয়াসিম সরদার, মামুন ও ইমরান। দন্ডিতরা সকলে উজিরপুরে পৌর শহরের বাসিন্দা।
ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী লস্কর নুরুল হক বলেন, উজিরপুর উপজেলা শহরের ভিআইপি রোডে সোহাগ সেরনিয়াবাত নামক এক যুবককে কুপিয়ে হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদন্ড ও চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয়া হয়। ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ঘাতকরা সোহাগকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। বিশেষ পিপি জানান, যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ইমরান ছাড়া অপর সকল আসামী রায় ঘোষনার সময় আদালতের কাঠগোড়ায় উপস্থিত ছিল। রায়ের পর তাদের কড়া নিরাপত্তা প্রহরায় কারাগারে পাঠানো হয়। দন্ডিত প্রত্যেক আসামীকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।
হত্যা মামলার বিবরনীতে জানা গেছে, ১ লাখ টাকা চাঁদার দাবীতে ২০১২ ৮ নভেম্বর সন্ত্রাসীরা সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও তাকে কুপিয়ে জখম করে। ওই সোহাগের মা শাহনাজ পারভীন বাদী হয়ে হত্যচেষ্টা মামলা দায়ের করলে আসামীরা আরও ক্ষুদ্ধ হয়। এরই জের ধরে ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে সোহাগকে তার বাড়ির সামনে ধারালো অস্ত্রদিয়ে নির্মমভাবে কোপানো হয়। এতে সোহাগ ঘটনাস্থলেই নিহত হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হত্যাকারীরা পূর্ব থেকেই সোহাগের বাড়ির সামনে ওৎ পেতে ছিল। সোহাগ মোটরসাইকেলে বাড়ির সামনে পৌছামাত্র তার ওপর হামলা চালায় হত্যাকারীরা। এ ঘটনায় সোহাগের মামা খোরশেদ আলম মিন্টু বাদী হয়ে পরদিন ৫ সেপ্টেম্বর উজিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। আদালতে ৩২ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে হত্যার অভিযোগ প্রমানিত হওয়ায় ২ জনকে মৃত্যুদন্ড এবং ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয়া হয়।।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *