‘জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিন’

Spread the love

নাগরিক:
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি) মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, পুলিশী সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। পুলিশ সার্ভিস কোন চাকুরী নয়; এটা একটা সেবা।

দেশ ও জাতির যেকোনো সংকটময় পরিস্থিতিতে পেশাদারিত্ব ছাড়িয়ে মানবিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান তিনি। মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগ কার্যালয়ে বার্ষিক পরিদর্শনকালে বুধবার পুলিশ কমিশনার এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার মোঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার শারমিন সুলতানা রাখী ও মোঃ ইব্রাহীম, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম পিপিএম, বন্দর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানসহ অন্যান্য অফিসারবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *