বরিশালে দূর্লভ প্রাণী তক্ষক জব্দ গ্রেফতার ১

Spread the love

নাগরিক ডেস্ক : বরিশালে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিলুপ্ত প্রজাতির তিনটি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় বাবুল হাওলাদার নামের একজনকে আটক করা হয়েছে। বুধবার বিকালে বরিশাল নগরীর কালিজিরা সেতু এলাকা থেকে তক্ষক তিনটি উদ্ধার করা হয়।
তক্ষকসহ আটককৃত বাবুল হাওলাদার পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ঘোপেরখাল এলাকার বাসিন্দা।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট এস.এম তাহসিন রহমান জানান, বন্যপ্রানী পাচারের গোপন খবর পেয়ে অভিযানটি পরিচালনা করা হয়। উদ্ধারকৃত তক্ষক বনে অবমুক্ত করার জন্য বরিশাল সদর উপজেলা বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের কাছে হস্তান্তর করা হয়েছে। বনবিভাগ সূত্রে জানাগেছে, উদ্ধার করা তক্ষক গুলোর বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।
আটককৃত বাবুল হাওলাদারকে বরিশাল কোতয়ালী মডেল থানায় সোপর্দ ও মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *