শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করনের দাবীতে রাজপথে শিক্ষকরা

Spread the love

নাগরিক রিপোর্ট:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে বরিশালে শিক্ষক-কর্মচারী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন বরিশাল শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় টাউন হল চত্বর থেকে র‌্যালী বের হয়। এরপরে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন শিক্ষক-কর্মচারীরা।

বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশনের সমন্বয়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মাদ ইউনুস।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা জাতীয়করনের পাশাপাশি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন, বার্ষিক ইনক্রিমেন্ট ও অন্যান্য ভাতা দিতে হবে। সরকারি কলেজের অনুরূপ পদ্ধতিতে বেসরকারি কলেজের শিক্ষকদের সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের পদে পদোন্নতি, উচ্চতর ডিগ্রির জন্য উচ্চতর বেতন স্কেল দিতে হবে। পাশাপাশি বেসরকারি শিক্ষাব্যবস্থায়ও বদলী প্রথা চালু করতে হবে। শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগের জন্যে স্বতন্ত্র ‘শিক্ষা সার্ভিস কমিশন’ গঠন করতে হবে বলে শিক্ষক নেতারা দাবী জানান।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. হানিফ হোসেন তালুকদার, বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান গ্রুপ) বরিশাল অঞ্চলের সভাপতি অধ্যক্ষ প্রণব কুমার বেপারী, বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ বরিশালের সভাপতি জিয়া শাহীন, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন বরিশালের সদস্য সচিব রেজাউল করিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *