‘শিক্ষক রাজনীতি শিক্ষার পরিবেশ নষ্ট করে’

Spread the love

নাগরিক ডেস্ক:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের রাজনীতি সামগ্রিকভাবে শিক্ষার পরিবেশ নষ্ট করে। শিক্ষকেরা যদি রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়েন তার খারাপ প্রভাব জাতির ওপর পড়ে। তাঁরা যদি রাজনীতি থেকে বেরিয়ে আসেন তাহলে অন্যান্য দেশের মতো তাঁদেরও সর্বোচ্চ সম্মান দেওয়া হবে।’

মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত বঙ্গবন্ধুর দৃষ্টিতে শিক্ষকদের মর্যাদা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাশিপের সভাপতি আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন স্বাশিপের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব নজরুল ইসলাম খান, ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আব্দুস সালাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান।

মাহবুব উল আলম হানিফ বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগ দল হিসেবে সবচেয়ে বেশি সম্মান শিক্ষকদের দেয়। বঙ্গবন্ধু তাঁর সময়ে ৩৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করে এক লাখ ৬২ হাজার শিক্ষককে এমপিওর আওতায় এনেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৪ হাজার ৫০০ জন শিক্ষককে এমপিওর আওতায় এনেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *