বরিশালে কন্যা শিশুদের মাঝে পুরস্কার বিতরন

Spread the love

নাগরিক রিপোর্ট:
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে বরিশালে কন্যা শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর শিক্ষক ভবনে সম্মিলিত শিশু অধিকার সপ্তাহ উদযাপন পর্ষদের আয়োজনে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ। প্রতিযোগীয়তায় ৩৫জন কন্যা শিশু অংশগ্রহন করেছে।

উন্নয়ন সংগঠক শুভংকর চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও শিশু অধিকার সুরক্ষা কমিটির আহবায়ক জীবন দে, সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর শাহ সাজেদা, কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরামের মেহের আফরোজ মিতা, টিআইবি’র আসফাকুর রহমান, আরোহী নির্বাহী পরিচালক জনাব খোরশেদ আলম, শিশু বান্ধব পুলিশ কর্মকর্তা রুমা পারভিন প্রমূখ।

পুরস্কার বিতরনকালে স্বাস্থ্যবিধি মেনে সকলকে চলার আহবান জানিয়ে বলা হয় এই সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে শিশু কিশোর জনগোষ্ঠি। বক্তারা শিশুর প্রতি বিনিয়োগ বাড়ানোর আহবান জানিয়ে বলেন, বরিশালে শিশু বান্ধব নগরী কার্যক্রমকে উজ্জিবিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *