১৮ বছর লড়াই করে বিসিএস ক্যাডার হলেন সুমনা

Spread the love

নাগরিক ডেস্ক : দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা শেষে ২৩তম বিসিএসের অধীনে সহকারী সার্জন হিসেবে নিয়োগের সুপারিশ পেলেন সুমনা সরকার। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ২৩ তম বিশেষ বিসিএসে (স্বাস্থ্য) ক্যাডারে সুমনাকে নিয়োগের জন্য এ সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চিকিৎসক সুমনা সরকার অন্তঃসত্ত্বা অবস্থায় ২৩ তম বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সুমনা সরকারের বাবা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক অমল কৃষ্ণ সরকারের মুক্তিযোদ্ধা সনদ নিয়ে জটিলতার অভিযোগে পিএসসি সুমনার মৌখিক পরীক্ষা নেয়নি। এ ঘটনার প্রেক্ষিতে আইনের আশ্রয় নেন সুমনা। দীর্ঘ ১৮ বছর পর আদালতের রায় অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সুমনা সরকারের পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সুমনা যে ছেলেকে পেটে নিয়ে পরীক্ষা দিয়েছিলেন, সেই ছেলে এখন ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। সুমনা সরকারের এ সাফল্য দেখে যেতে পারেননি চিকিৎসক বাবা অমল কৃষ্ণ সরকার।

তিনি ২০১৮ সালে মারা গেছেন। সুমনা বর্তমানে চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। ২০০০ সালে পিএসসির নেওয়া ২৩তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারের প্রার্থী ছিলেন সুমনা। ওই বছরের মার্চে প্রিলিমিনারি এবং এপ্রিলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০০৩ সালের জুনে মনস্তাত্ত্বিক পরীক্ষায়ও উত্তীর্ণ হন। মুক্তিযোদ্ধা সনদ নিয়ে জটিলতার অভিযোগে চূড়ান্ত মৌখিক পরীক্ষা থেকে বাদ পড়েন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *