সন্ত্রাসীকে হারিয়ে কারাগারে বসে কাউন্সিলর হলেন কিশোর গ্যাং লিডার

Spread the love

নাগরিক ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬নম্বর চকবাজার ওয়ার্ডের উপনির্বাচনে মাত্র ৭৮৯ ভোট পেয়েই নির্বাচিত হয়েছেন কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত কারান্তরীণ নূর মোস্তফা টিনু। ফলে দীর্ঘ ৩২ বছর পর নতুন কাউন্সিলর পেল চকবাজারবাসী। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিএমপির তালিকাভূক্ত আরেক সন্ত্রাসী মো. আব্দুর রউফকে মাত্র ১৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, চকবাজার ওয়ার্ডে ৩২ হাজার ৪২জন ভোটারের জন্য ১৫টি কেন্দ্রের ৮৬টি বুথ প্রস্তুত করা হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ে মোট ভোট পড়েছে ৬ হাজার ৯৩২ ভোট। মাত্র ২১ দশমিক ৬৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। উপনির্বাচনে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সেই অর্থে সাড়া ফেলেনি। ফলে এই অল্পকিছু ভোটই ভাগাভাগি করে নেয় ২১ প্রার্থী। নির্বাচনে বিএনপির একক প্রার্থী একেএম সালাউদ্দিন কাউসার লাবু ৪৪৪ ভোট পেয়েছেন। বাকী ২০ প্রার্থীই আওয়ামী লীগের।

চট্টগ্রামের রাজনীতিতে টিনু শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধরণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত আব্দুর রউফ।

অন্যান্যদের মধ্যে মোহাম্মদ দেলোয়ার হোসাইন (রেডিও) ৬১৭, মো. শাহেদুল আজম শাকিল (ক্যাপ) ৫৯০, মো. সেলিম রহমান (ঠেলাগাড়ি) ৫২৮, কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর স্ত্রী মেহেরুন্নিছা খানম (ড্রেসিং টেবিল) ৫২৭, বিএনপির একক প্রার্থী এ কে এম সালাউদ্দিন কাউসার লাবু (হেডফোন) ৪৪৪, মো. নাজিম উদ্দীন (কাঁচি) ৪৪৩, মো. আবুল কালাম চৌধুরী (সূর্যমুখী ফুল) ২০৮, মো. সামশেদ নেওয়াজ রনী (ঘুড়ি প্রতীক) ২০২, কাজী মুহাম্মদ ইমরান (লাটিম) ১৭৭, মো. আলাউদ্দিন (টিফিন ক্যারিয়ার) ১৫৯, কায়ছার আহমেদ (প্রদীপ) ১৫৩, মো. নুরুল হুদা (ঝুড়ি) ১৫০, মো. নোমান চৌধুরী (ট্রাক্টর) ১১৪, মো. রুবেল ছিদ্দিকী (করাত) ৭৩, শওকত ওসমান (এয়ারকন্ডিশনার) ৬২, মো. আজিজুর রহমান (হেলমেট) ৪৯, মোহাম্মদ জাবেদ (স্ট্রবেরি) ৩৩ এবং মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি মমতাজ খান (পান পাতা) ৬ ভোট পেয়েছেন।

১৮ মার্চ চকবাজার ওয়ার্ডের টানা ছয় বারের নির্বাচিত কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে ওয়ার্ডটি কাউন্সিলর শুন্য হয়ে পড়ে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬নম্বর চকবাজার ওয়ার্ডের উপনির্বাচনে মাত্র ৭৮৯ ভোট পেয়েই নির্বাচিত হয়েছেন কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত কারান্তরীণ নূর মোস্তফা টিনু। ফলে দীর্ঘ ৩২ বছর পর নতুন কাউন্সিলর পেল চকবাজারবাসী। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিএমপির তালিকাভূক্ত আরেক সন্ত্রাসী মো. আব্দুর রউফকে মাত্র ১৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, চকবাজার ওয়ার্ডে ৩২ হাজার ৪২জন ভোটারের জন্য ১৫টি কেন্দ্রের ৮৬টি বুথ প্রস্তুত করা হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ে মোট ভোট পড়েছে ৬ হাজার ৯৩২ ভোট। মাত্র ২১ দশমিক ৬৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। উপনির্বাচনে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সেই অর্থে সাড়া ফেলেনি। ফলে এই অল্পকিছু ভোটই ভাগাভাগি করে নেয় ২১ প্রার্থী। নির্বাচনে বিএনপির একক প্রার্থী একেএম সালাউদ্দিন কাউসার লাবু ৪৪৪ ভোট পেয়েছেন। বাকী ২০ প্রার্থীই আওয়ামী লীগের।

চট্টগ্রামের রাজনীতিতে টিনু শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধরণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত আব্দুর রউফ।

অন্যান্যদের মধ্যে মোহাম্মদ দেলোয়ার হোসাইন (রেডিও) ৬১৭, মো. শাহেদুল আজম শাকিল (ক্যাপ) ৫৯০, মো. সেলিম রহমান (ঠেলাগাড়ি) ৫২৮, কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর স্ত্রী মেহেরুন্নিছা খানম (ড্রেসিং টেবিল) ৫২৭, বিএনপির একক প্রার্থী এ কে এম সালাউদ্দিন কাউসার লাবু (হেডফোন) ৪৪৪, মো. নাজিম উদ্দীন (কাঁচি) ৪৪৩, মো. আবুল কালাম চৌধুরী (সূর্যমুখী ফুল) ২০৮, মো. সামশেদ নেওয়াজ রনী (ঘুড়ি প্রতীক) ২০২, কাজী মুহাম্মদ ইমরান (লাটিম) ১৭৭, মো. আলাউদ্দিন (টিফিন ক্যারিয়ার) ১৫৯, কায়ছার আহমেদ (প্রদীপ) ১৫৩, মো. নুরুল হুদা (ঝুড়ি) ১৫০, মো. নোমান চৌধুরী (ট্রাক্টর) ১১৪, মো. রুবেল ছিদ্দিকী (করাত) ৭৩, শওকত ওসমান (এয়ারকন্ডিশনার) ৬২, মো. আজিজুর রহমান (হেলমেট) ৪৯, মোহাম্মদ জাবেদ (স্ট্রবেরি) ৩৩ এবং মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি মমতাজ খান (পান পাতা) ৬ ভোট পেয়েছেন।

১৮ মার্চ চকবাজার ওয়ার্ডের টানা ছয় বারের নির্বাচিত কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে ওয়ার্ডটি কাউন্সিলর শুন্য হয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *