চাখার কলেজে শেরে বাংলার জন্মদিন উদযাপিত

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার সরকারি ফজলুল হক কলেজে মঙ্গলবার উপমহাদেশের কিংবদন্তী রাজনীতিবীদ শের-ই- বাংলা এ কে ফজলুল হকের ১৪৮তম জন্ম দিন উদযাপিত হয়েছে। কলেজের সহকারী অধ্যাপক ড. মুহা: গোলাম ছরোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত জন্মবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মাদ আবদুর রব ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ এস এম হাবিবুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক মো: সাইফুল্লাহ ইবনে আদম, অনুষ্ঠানের আহবায়ক মো: হারুনুর রশীদ, শিক্ষার্থী মেহেদী হাসান প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা শের-ই-বাংলা একে ফজলুল হকের বর্ণাঢ্যময় জীবন নিয়ে আলোচনা করেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মাদ আবদুর রব শিক্ষার্থীদেরকে নৈতিক মূল্যোবোধের প্রতি গুরুত্বারোপ করেন। শের-ই-বাংলার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর জীবনের উত্তম আদর্শ অনুসরনের তাগীদ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *