২২ দিন পর সরগরম দক্ষিণের ইলিশমোকাম

Spread the love

নাগরিক রিপোর্ট : নিষেধাজ্ঞা শেষে আবার সরগরম হয়ে উঠেছে দক্ষিণের ইলিশ মোকামগুলো। সোমবার দিবাগত রাত ১২টায় নিষেধাজ্ঞা শেষ হলেও মঙ্গলবার প্রত্যুষেই বরিশাল নগরীর পোর্ট রোড মোকামে শত শত মন ইলিশের আমদানী হয়। ক্রেতা ছিল অনেক বেশী। আমদানী বেশী হওয়ায় পাইকারী বাজারে দাম ছিল তুলনামুলক কম। নগরী অলিগলিতে ইলিশ বিক্রেতাদের হাকডাক শোনা গেছে।
গতকাল মঙ্গলবার সকালে পোর্ট রোড মোকামে গিয়ে দেখা গেছে, প্রচুর ইলিশের আমদানীর সঙ্গে ক্রেতাবিক্রেতাদের আগমনে সরগরম ইলিশ মোকাম। দীর্ঘদিন বেকার থাকা শ্রমিকরা সাজি বোঝাই ইলিশ নিয়ে ছুটোছুটি করছেন। ঘাটে ভেড়ানো সারি সারি ট্রলার থেকে নামছে ইলিশ। সেগুলো পাইকারী বিক্রির জন্য উচ্চস্বরে দাম হাকানো হচ্ছে। ব্যবসায়ীরা জানান, ভোর ৬টা থেকে সেখানে ইলিশের ট্রলার আসা শুরু হয়। এ দিনে ক্রেতায় যেন ঠাসা ছিল বাজার।
ইলিশের আড়তদার মো. মিজানুর রহমান জানান, মঙ্গলবার দুপুরের মধ্যে মোকামে প্রায় ২ হাজার মন ইলিশ এসেছে। দর ছিল এলসি সাইজ (৬শ থেকে ৯শ গ্রাম) মন প্রতি ২৮ হাজার টাকা, এক কেজি সাইজের ইলিশের মন ৩৩ হাজার টাকা, এক কেজির উপরে ৪০ হাজার টাকা এবং ৫০০ গ্রামের নিচের সাইজ ২৪ হাজার টাকা।
বরিশাল মৎস্য অধিদপ্তরের মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, পোর্ট রোড মোকামে প্রথম দিনই ২ হাজার মনের বেশি ইলিশ বেচাকেনা হয়। তিনি বলেন, বেশীরভাগ মাছ ডিম ছেড়েছে। নিষেধাজ্ঞা শেষের ১২ ঘন্টার মধ্যে এতো পরিমান ইলিশ কিভাবে এলো জানতে চাইলে তিনি বলেন, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর পরই শত শত জেলে মেঘনাসহ বরিশালের বিভিন্ন নদনদীতে ইলিশ শিকারে ঝাপিয়ে পড়ে। তাই পোর্ট রোডের ইলিশ ২২ দিন পর ফিরেছে প্রাণচাঞ্চল্য।
তবে মোকামের একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী, ট্রলারের মাঝীদের তথ্যমতে, নিষেধাজ্ঞার মধ্যেই সোমবার কিংবা তার আগে ধরা ইলিশ বোঝাই ট্রলার কীর্তনখোলার আশপাশের শাখা নদীতে এনে রাখা হয়। সেগুলোই ভোররাতে নগরীর পোর্ট রোড মোকামে এসেছে। মোকাম ঘুরে দেখা গেছে, ডিম ছাড়া ইলিশগুলো লম্বা হয়ে গেছে। আবার পেটভর্তি ডিমওয়ালা মাছও রয়েছে।
দেশের অন্যতম বৃহত্তম ইলিশ মোকাম বরগুনার পাথরঘাটা সরকারি মৎস্য অবতরন কেন্দ্রের বিপনন কর্মকর্তা বিপ্লব সরকার জানান, নিষেধাজ্ঞার পর গতকাল শুধুমাত্র বিষখালী-বলেশ্বরের ইলিশ এসেছে মোকামে। সাগরের ইলিশ না আসলেও প্রথম দিনই প্রায় ২ হাজার মন ইলিশের আমদানী হয়েছে পাথরঘাটা মৎস্য অবতরন কেন্দ্রে। দীর্ঘ ২২ দিন পর আবার সরব হয়ে উঠেছে পাথরঘাটা মৎস্য মোকাম। বিপ্লব সরকার বলেন, প্রথম দিন আমদানী ভাল হওয়ায় দামও কম ছিল।
পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরের আড়তদার সমিতির সভাপতি দিদারউদ্দিন মাসুম সমকালকে বলেন, মহিপুরে গতকাল এসেছে শুধু খুটা জেলেদের ইলিশ। সাগরের ইলিশ আসতে আরও ২-৪ দিন সময় লাগবে। তবে খুটা জেলেরা প্রথম দিনই প্রায় দেড় হাজার মন ইলিশ নিয়ে এসেছেন মোকামে।
উল্লেখ, মা ইলিশের প্রজনন নিরাপদ করতে গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ নিধনে ২২ দিনের নিষেধাজ্ঞা গত সোমবার মধ্যরাতে শেষ হয়।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *