লঞ্চ ও বাসের ভাড়া বাড়ানোর প্রতিবাদ বরিশালে

Spread the love

নাগরিক রিপোর্ট:
লঞ্চ-বাসের ভাড়া বাড়ানোর প্রতিবাদ ও রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মঙ্গলবার সকালে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ।

জেলা সভাপতি অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষক খেত মজুর সমিতি কেন্দ্রীয় সদস্য উপাধ্যক্ষ হারুন অর রশিদ, বাংলাদেশ কৃষক খেত মজুর সমিতির বরিশাল জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকন, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক আমির আলী, গণনাট্য সংস্থা বরিশাল জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক বীরেন্দ্র নাথ রায় ও গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সরকার দেশের অসহায় শ্রমজীবীদের গলা চেপে ধরে কোটি কোটি টাকা লুঠপাট করে আয়েশি জীবনযাপন করছে। অন্যদিকে সরকার উন্নয়নের তকমা লাগিয়ে নিত্যপণ্যসহ ডিজেল-কেরোসিনের দাম বাড়িয়ে কৃষক-জনতাকে হতাশার মধ্যে ফেলে দিয়েছে। তাই অবিলম্বে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনার পাশাপাশি বাস ও লঞ্চের ভাড়া কমাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *