‘ববিকে গবেষণা ও সহশিক্ষায় গুরত্বারোপ করতে হবে’

Spread the love

নাগরিক ডেস্ক:
বরিশাল বিশ^বিদ্যালয়ে (ববি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে চৎবঢ়ধৎরহম ঝঅজ ধহফ ওসঢ়ৎড়াবসবহঃ চষধহ শীর্ষক প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিশ^বিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এসময় উপাচার্য ছাদেকুল আরেফিন বলেন, একটি বিশ^বিদ্যালয়কে শুধু একাডেমিক শিক্ষাই নয় পাশাপাশি গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের উপরও গুরত্বারোপ করতে হবে। অন্যথায় বিশ^ায়নের এ চ্যালেঞ্জ মোকাবেলা করা অসম্ভব হয়ে পড়বে। এক্ষেত্রে এধরনের প্রশিক্ষন কর্মশালা শিক্ষকদের মনোবল বৃদ্ধি ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

বরিশাল বিশ^বিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন এর সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় রিসোর্চ পার্সন ছিলেন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ববির আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *