খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশও মৃত্যুপথযাত্রী- ভিপি নুর

Spread the love

নাগরিক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াই শুধু মৃত্যুপথযাত্রী নয়, আজ বাংলাদেশও মৃত্যুপথযাত্রী বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর।  তিনি বলেন, খালেদা জিয়া শুধু মৃত্যুপথযাত্রী না, বাংলাদেশও আজ মৃত্যুপথযাত্রী। বাংলাদেশ জনগণ মৃত্যুপথযাত্রী।

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ও স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপল্স পার্টি-এনপিপি।

নূর বলেন, বেগম খালেদা জিয়াকে দুটি দৃষ্টিকোণ থেকে শ্রদ্ধা করি। একটা হচ্ছে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার আপোষহীন ভূমিকা। সে আন্দোলনে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন এরশাদের অধিনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেইমান হবেন। কিন্তু পরে তারাই নির্বাচনে গেছে এবং জাতীয় বেইমান হয়েছেন। সেখানে বেগম খালেদা জিয়া আপোষহীন থেকেছেন। দ্বিতীয় কারণ প্রঙঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া বিদেশি বিভিন্ন শক্তির কাছে নতজানু হয়ে ক্ষমতায় থাকতে চাননি। যে কারণে তিনি ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা নানাভাবে ডিস্টার্ব করেছে। দেশে যখন ৬৪ জেলায় বোম্বিং হয়েছিল, সেদিন খালেদা জিয়া সম্ভবত চীনের বেইজিংয়ে পা রেখেছিলেন। এখানে নানা আন্তর্জাতিক সমীকরণ আছে, সেখানে তার (খালেদা জিয়া) গুণ হচ্ছে ক্ষমতায় থাকার জন্য তিনি দেশের স্বার্থ বিকিয়ে দেননি।

খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার সুযোগের প্রসঙ্গে তিনি বলেন, একটা অমানবিক সরকারের কাছে মানবিকতা আশা করবেন এটা হয়? হয় না। একটা মানুষ চিকিৎসা পাবে, এটা মৌলিক অধিকার, আইনগত অধিকার, সাংবিধানিক অধিকার। আইনের দোহাই দিয়ে যারা ক্ষমতায় আছে তারাই সবচেয়ে বেআইনি কাজ করেছে।

এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *